Saturday, August 17, 2013

চুলকানি

আবুল গেল তার জ্যোতিষ বাবার কাছে।
ডান হাত বাড়িয়ে বললোঃ
‘বাবা! আমার ডান হাত চুলকায়।
কী আছে সামনে বলেন?’
জ্যোতিষ বাবা উত্তর দিলোঃ ‘তোর অর্থ
প্রাপ্তি সুনিশ্চিত!’
আবুল বললোঃ ‘বাবা বাম হাতও চুলকায়!’
জ্যোতিষ বাবা বললোঃ ‘কী বলিস! তোর
আরও অর্থ আসবে!’
আবুল আনন্দিত গলায়
বললোঃ ‘বাবা বাবা, আমার ডান হাঁটু
চুলকায়!’
জ্যোতিষ বাবা কইলোঃ ‘তোর বিদেশ
যাত্রা হবে!’
খুশিতে গদগদ আবুল মহা উৎসাহের
সাথে বললোঃ ‘আমার বাম হাঁটুও
চুলকায়!’
এবার বিরক্ত
হয়ে জ্যোতিষী বাবা বললোঃ ↓ ↓ ↓





→→→→→ ‘ওরে হারামজাদা!! তোর
তো বিরাট চুলকানি হয়েছে রে ’ !!

No comments:

Post a Comment